ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএল থেকে রংপুরের বিদায়ের কারণ জানালেন কোচ আশরাফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১৮:৩৬, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএল থেকে রংপুরের বিদায়ের কারণ জানালেন কোচ আশরাফুল

রংপুর রাইডার্সের দুই কোচ, ছবি: সংগৃহীত

টানা আট ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। তবে চট্টগ্রাম পর্বে রাজশাহীর কাছে হারের পর টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিতে হলো তাদের। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারদের খেলিয়েও জয় পায়নি তারা।

ম্যাচ শেষে তাই রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, দলের এই ব্যর্থতার অন্যতম কারণ পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহকে হারানো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এমন দল গড়েছিলাম যারা পুরো টুর্নামেন্টে খেলতে পারবে। খুশদিল শাহ আমাদের গ্লোবাল টি-টোয়েন্টি থেকে দলে ছিল এবং আমাদের একটি ম্যাচ জিতিয়েছে। দলের শীর্ষ পারফরমারদের একজন ছিল সে। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ায় তার চলে যাওয়া আমাদের জন্য বড় ধাক্কা। স্থানীয় কেউই তার শূন্যস্থান পূরণ করতে পারেনি। 

টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ও অলরাউন্ডার শেখ মাহেদির কাছ থেকে এই ঘাটতি পূরণের আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। তবে তারা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। আশরাফুল বলেন, টি-টোয়েন্টি খুব স্বল্প দৈর্ঘ্যের খেলা। একবার ছন্দ হারালে সেটা ফিরে পাওয়া কঠিন। আমরা চেষ্টা করেছি, কিন্তু তা আর সম্ভব হয়নি। 

আরও পড়ুন

রাসেল, ভিন্স ও ডেভিড আগের রাতে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলে সকালে এসে রংপুরের হয়ে খেলেছেন। এ নিয়ে সতেজতার ঘাটতির প্রসঙ্গে আশরাফুল বলেন, এটি অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এ ধরনের ঘটনা এখন স্বাভাবিক। ফলাফল পক্ষে আসেনি বলে এই প্রসঙ্গ সামনে আসছে। 

চলতি বিপিএলে শুরু থেকেই রংপুরের হয়ে খেলছিলেন ইফতিখার আহমেদ। কয়েক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আজ এলিমিনেটর ম্যাচে তাকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে আশরাফুল বলেন, টিম ম্যানেজমেন্ট বড় নামের ক্রিকেটারদের খেলাতে চেয়েছিল। এর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক নেই। আমাদের সমস্যা ছিল শুরুতেই বেশি উইকেট হারানো। এটাই হারের মূল কারণ। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এএ

Detail page R1/ ‍adblv&adfinix passbakc

আরো পড়ুন  

×

Nagad sticky AD