
ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের লোগো, ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর এখন শেষ ধাপে পৌঁছেছে। আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব, যেখানে অংশ নিতে নতুন চার বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। এছাড়া, নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে নেয়ার কথা আগেই নিশ্চিত করেছিল বরিশাল। অন্যদিকে, খুলনা টাইগার্স দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার ও বিধ্বংসী ব্যাটার শিমরন হেটমায়ারকে।
এদিকে, রংপুর রাইডার্স দলে নিয়েছে চার বিদেশি তারকাকে। তারা হলেন- ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। ডার্বিশায়ার কাউন্টি ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ডোনাল্ডের বিপিএল খেলার বিষয়টি নিশ্চিত করেছে এবং তাকে শুভকামনা জানিয়েছে।
আরও পড়ুন
- এলিমিনেটর ম্যাচের আগে তিন বিদেশি তারকাকে দলে ভেড়ালো রংপুর
- গায়েব বিপিএলে বেতন ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহীর ফেসবুক পেজ
- মাঠের বাইরে সমালোচিত বিপিএল, ২২ গজে একের পর এক ভাঙছে রেকর্ড
প্রসঙ্গত, এলিমিনেটর ম্যাচে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। হারলেই বিদায়, জিতলে আরও একটি ধাপ অতিক্রম করতে হবে ফাইনালে পৌঁছানোর জন্য।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এএ