ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২৩ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:০৬, ২৩ অক্টোবর ২০২৪

রোনালদোকে দেখতে ১৩ হাজার কি.মি.পাড়ি দিলেন ভক্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১১:২৭, ২৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:০৬, ২৩ অক্টোবর ২০২৪

রোনালদোকে দেখতে ১৩ হাজার কি.মি.পাড়ি দিলেন ভক্ত

রোনালদোর এক চীনাভক্ত

ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ প্রায় শেষের পথে। তবুও ফুটবল ইতিহাসের সেরা এই দুই তারকাকে নিয়ে সমর্থকদের পাগলামীর কমতি নেই। প্রিয় ফুটবলারকে এক নজর দেখতে কতই না পাগলামী করে সমর্থকরা। 

বিশেষ করে ম্যাচ চলাকালে তাদের একনজর দেখতে কিংবা একটি সেলফি তুলতে ভক্তদের ঝুঁকি নিয়ে মাঠে ঢুকে পড়া তো নৈমিত্তিক দৃশ্য। তবে এবার রোনালদোর এক চীনাভক্ত যা করেছেন, তা চোখ কপালে ওঠার মতোই।

আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, রোনালদোর সঙ্গে দেখা করতে সেই চীনা ভক্ত ৬ মাস ২০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর ‘সিআর সেভেন’-এর সঙ্গে দেখা করেন সেই ভক্ত। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে গিয়েছেন সেই চীনা নাগরিক।

নিজের সাইকেলের সঙ্গে রোনালদোর ভক্ত

এক্সে (টুইটার) ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে অপেক্ষায় করছেন। সে সময় তার সাইকেলে আল নাসরের জার্সিসহ নানা জিনিসপত্রের সঙ্গে একটি বড় কাগজও ছিল।

ফেস্টুন মতো বড় সাইজের কাগজটিতে লেখা, ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।’

অবশেষে রোনালদোর সঙ্গে দেখা

পরবর্তী সময়ে আরও কিছু ছবিতে রোনালদোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা গেছে।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এইচ

    আরো পড়ুন