
১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী নির্বাচন হতে হবে: গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪-এর মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না। অন্তর্ববর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে, তা হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে। ১৫ বছরের সব জঞ্জাল পরিষ্কার করেই আগামী নির্বাচন হতে হবে। সেইসাথে যারা বিগত দেড় দশকে লুটপাট, গুম, খুন, দুর্নীতি ও অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানাধীন আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচন হতে হবে ৫ আগষ্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্যের নির্বাচন। সেই নির্বাচনের মধ্যদিয়ে একটি শান্তিপূর্ণ ও অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুন: রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহার করতে হবে: ড. মঈন খান
তিনি বলেন, কথিত মানবতাবিরোধী সাজানো অপরাধের নামে জামায়াতের যেসব নেতৃবৃন্দ হত্যার শিকার হয়েছেন আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে যেই বাংলাদেশ হয়েছে মানবতাবিরোধী অপরাধের শহিদরাও সেই বাংলাদেশ চেয়েছিলেন। সুতরাং সেই বিচার হতেই হবে।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোক্তার হোসাইন।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এন