ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ২৩:৫৩, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

গ্রামীণফোনের অফিসের সামনে চাকরিচুত্যদের অবস্থান ধর্মঘট

প্রকাশিত : ২৩:৫৩, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

গ্রামীণফোনের অফিসের সামনে চাকরিচুত্যদের অবস্থান ধর্মঘট

গ্রামীণফোনের অফিসের সামনে চাকরিচুত্যদের অবস্থান ধর্মঘট, ছবি: সংগৃহীত

অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগ এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসের সামনে অবস্থান ধর্মঘট করেছেন চাকরিচ্যুত কর্মচারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে প্রায় দুই শতাধিক শ্রমিক এই কর্মসূচি শুরু করেন। 

তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ন্যায্য পাওনা আদায় চাই, কারও দয়া নয়’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’।

অবস্থান ধর্মঘটে অংশ নেয়া কর্মচারীরা অভিযোগ করেন, গ্রামীণফোন কোনো কারণ না দেখিয়ে ও পূর্বনোটিশ ছাড়া অবৈধভাবে বহু কর্মীকে ছাঁটাই করেছে। এমনকি, অনেককে হঠাৎ করে ই-মেইলের মাধ্যমে একদিনেই চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

আরও পড়ুন: 

চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবি এবং শ্রমিক স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

Advertisement

 

এএ

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD