ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ২১:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:০৬, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত : ২১:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:০৬, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার

আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। সংগৃহীত

তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এ সময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়।

বেশ কয়েকমাস ধরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। 

আরও পড়ুন: ‘তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের পাশাপাশি সরকারেরও নাভিশ্বাস অবস্থা’

এ বিষয়ে ইতিবাচক কোন সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এন

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD