
তানজিন তিশা-শাকিব খান
নির্মাণগুণে আলোচনায় উঠে এসেছেন তরুণ পরিচালক রায়হান রাফী। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে তিনি জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নির্মাণ করতে যাচ্ছেন পরবর্তী সিনেমা। তবে এতে নায়িকা হিসেবে কে থাকবেন—তা জানাননি। বিষয়টি চমক হিসেবে গোপন রাখেন নির্মাতা রাফী।
শাকিব-রাফীর জুটির খবরটি প্রকাশ্যে আসার পরই গুঞ্জন উঠে, সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যালে দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই শুভেচ্ছায় ভাসাতে থাকেন প্রিয় তারকাকে।
এদিকে তানজিন তিশা জানিয়েছেন এ তথ্য সঠিক নয়। তিনি বিব্রত প্রকাশ করে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।”
বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, নতুন সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। তবে নায়িকার বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না। আর তানজিন তিশার তথ্য সত্য নয়। নায়িকা কে হবেন তা চমক হিসেবে আপাতত গোপন রাখছি।
এর আগে এদিন সকালে এই নির্মাতা এক ফেসবুক স্ট্যাটাসে জানান, “আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান এবং আমার ভক্তদের অনুরোধ ছিল, আমি যেন তাকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।”
✪ আরও পড়ুন: বিদ্যুৎ বিভ্রাট: সবাইকে ধৈর্য ধরতে বললেন সিয়াম
তিনি আরও উল্লেখ করেন, “মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ এরপর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সঙ্গে। সিনেমাটির প্রযোজক টপি খান। তবে এই সিনেমায় নায়িকা কে হচ্ছেন তা চমক হিসাবেই রাখতে চান পরাণ-এর নির্মাতা।”
জানা যায়, ‘দামাল’ মুক্তির পর নভেম্বরের শেষে শাকিব খানকে নিয়ে শুটিংয়ে নামবেন রায়হান রাফী। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। সিনেমার নাম ও নায়িকা দুটোই শুটিংয়ে আগে প্রকাশ্যে আসবে।
✪ আরও পড়ুন: প্রেম নিয়ে নায়িকাদের গুঞ্জন থাকা স্বাভাবিক: দীঘি (ভিডিও)
আর