ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ০০:১৮, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০০:২২, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বিপুল পরিমাণ অবৈধ সয়াবিন তেল জব্দ, কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০০:১৮, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০০:২২, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বিপুল পরিমাণ অবৈধ সয়াবিন তেল জব্দ, কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা

বিপুল পরিমাণ অবৈধ সয়াবিন তেল জব্দ, কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

ডেমরার আমুলিয়া মডেল টাউনে আল আকসা গুড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানে চকচকে মোড়কে প্রস্তুত হচ্ছিলো অবৈধ ফর্টিফাইড সয়াবিন অয়েল ও ফর্টিফাইড পাম অলিন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএসটিআই’র মোবাইল কোর্টে ধরা পড়ে অবৈধ প্রতিষ্ঠানটি। এসব মালামাল জব্দ ও ধ্বংস এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেন বিএসটিআই’র মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা। 

রমজানকে সামনে রেখে ঢাকার ডেমরাতে চকচকে মোড়কে প্রস্তুত হচ্ছিলো অবৈধ ফর্টিফাইড সয়াবিন অয়েল ও ফর্টিফাইড পাম অলিন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএসটিআই’র মোবাইল কোর্টে ধরা পড়ে অবৈধ প্রতিষ্ঠানটি। এসব মালামাল জব্দ ও ধ্বংস এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেন বিএসটিআই’র মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা। 
 
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, ডেমরার আমুলিয়া মডেল টাউনে আল আকসা গুড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত আফান ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন অয়েল ও ফর্টিফাইড পাম অলিন পণ্যসমূহ বোতলজাত করা হচ্ছে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহারপূর্বক পণ্যসমূহ বিক্রয়-বিতরণ ও বাজারজাতকরণ করে আসছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন: ধর্ষণের পর বস্তায় ভরে হাতিরঝিলে ফেলা হয় কিশোরীর নিথর দেহ, গ্রেপ্তার ২

বিএসটিআই মহাপরিচালক বলেন, এক ধরনের অসাধু ব্যবসায়ীরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। আমারাও এ ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে সজাগ আছি এবং প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রমজানকে সামনে রেখে বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভল্যান্স টিম আরও বেশি সক্রিয়। নকল ও ভোজাল হতে পরিত্রানের জন্য তিনি পণ্যের মোড়কে বিএসটিআই প্রদত্ত কিউআর কোড স্ক্যান করে বিএসটিআই’র লাইসেন্স নিশ্চিত হয়ে পণ্য ক্রয়ের আহ্বান জানান। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এন

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD