ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ২০:৩৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

‘স্যার’ সম্বোধন না করায় গণ অধিকার পরিষদের নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি

প্রকাশিত : ২০:৩৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

‘স্যার’ সম্বোধন না করায় গণ অধিকার পরিষদের নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি

পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। ফাইল ছবি

সুনামগঞ্জে ‘স্যার’ বলে সম্বোধন না করায় গণ অধিকার পরিষদের নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিয়েছেন পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সুনামগঞ্জ হোসেন বখত চত্তরের গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।  

তারা জানান, বুধবার দুপুরে গণঅধিকার পরিষদের নেতাদের দায়ের করা মামলার বিষয়ে এসপি কার্যালয়ে কথা বলতে গেলে পুলিশ সুপারকে ‘স্যার’ বলে সম্বোধন না করায় ক্ষেপে যান তিনি। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ‘পুলিশ সুপার বলছেন- আমি আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো। এক পর্যায়ে উত্তেজিত হয়ে গণ অধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন বলে হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলন এসপির এমন ঔদ্ধত্য আচরণের বিচার ও তাকে প্রত্যাহারের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এসএম

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD