ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

চ্যানেল 24 ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ০৬ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে সড়কে ঝরলো ৪ প্রাণ

চ্যানেল 24 ডেস্ক

প্রকাশিত : ১০:২৯, ০৬ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে সড়কে ঝরলো ৪ প্রাণ

ফাইল ছবি

কুড়িগ্রাম ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট এলাকায় শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান দুজন।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন।

স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলযোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিসের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় নিহত হন দুই যুবক। 

আরও পড়ুন : ফেসবুকে প্রেম, বিয়ে করতে এসে বাকরুদ্ধ প্রবাসীর স্ত্রী

জানা গেছে, মোটরসাইকেলে করে ফেনীর ছাগলনাইয়া থেকে সীতাকুণ্ডের আকিলপুর সৈকতে বেড়াতে যান ৬ বন্ধু। সেখান থেকে ফেরার পথে সবজিবোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন একটি মোটরসাইকেলে থাকা দুজন। এ সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস (১৮) ও মোহাম্মদ শাহজাহান (১৮)। তারা দুইজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার  (৫ ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়া থেকে তিনটি মোটরসাইকেল করে ছয় বন্ধু কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে থাকা দুজন সবজিবোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যুবক নিহত হন।

কুমিরা স্টেশনের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। 

বার আওলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুবিন জানান, মোটরসাইকেলটির দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এসএস

    আরো পড়ুন