ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ০৯:৪৯, ০৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:৩৭, ০৬ ডিসেম্বর ২০২৪

সৈকতে বেড়াতে যান ৬ বন্ধু, ফেরার পথে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৯, ০৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:৩৭, ০৬ ডিসেম্বর ২০২৪

সৈকতে বেড়াতে যান ৬ বন্ধু, ফেরার পথে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে করে ফেনীর ছাগলনাইয়া থেকে সীতাকুণ্ডের আকিলপুর সৈকতে বেড়াতে যান ৬ বন্ধু। সেখান থেকে ফেরার পথে সবজি বোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন একটি মোটরসাইকেলে থাকা দুইজন। এ সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে মো. ইউনুছ (১৮) ও উপজেলার পৌরসভার বেলাল হোসেনের ছেলে শাহাজালাল (১৮)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঘুরাঘুরে শেষ করে দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়া থেকে তিনটি মোটরসাইকেল করে ছয় বন্ধু কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চট্টগ্রামের সীতাকুন্ড বাজারের কাছাকাছি পৌঁছলে মোটরসাইকেল সবজি বোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুই যুবক নিহত হন।

নিহত ইউনূসের বাবা সিরাজুল ইসলাম জানান, জঙ্গল মিয়া শহিদ জিয়া ইসলামিয়া মাদরাসার আলিম বর্ষের ছাত্র ছিল ইউনুস। এদিকে মৃত শাহজালালের বাবা বেলাল হোসেন জানান, ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। নিহত দুজনের বাবা জানান, বৃহস্পতিবার সকালে দুই বন্ধু একসঙ্গে ঘুরতে গিয়ে সেখান থেকে বাড়িতে আসার পথে সীতাকুন্ড বাজারের কাছাকাছি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান দুইজন।

আরও পড়ুন : ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’-২০২৪ পেলেন পাবনার মেহেরাব

কুমিরা স্টেশনের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। 

বার আওলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুবিন জানান, মোটরসাইকেলটির দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

একেএম

Detail page R1/ ‍adblv&adfinix passbakc

আরো পড়ুন  

×

Nagad sticky AD