ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ২০:৩৫, ০৩ ডিসেম্বর ২০২৪

নাতির মৃত্যুর খবরে মারা গেলেন নানি

প্রকাশিত : ২০:৩৫, ০৩ ডিসেম্বর ২০২৪

নাতির মৃত্যুর খবরে মারা গেলেন নানি

বগুড়ার ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম হালিম। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম হালিম (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবর শুনে মাটিকোড়া গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন নানি আয়শা আক্তার (১০১)।    

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজারে যুবদলের কর্মী সভায় বক্তব্যকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এস.এম হালিম। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী থানা পাড়া মৃত আজিজুর রহমান ফটিকের ছেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল নেতা ও তার নানির জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোজাম্মেলক হক, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এসএম

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD