ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ১২:১৩, ০৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁ

সাতসকালে ঝরলো ২ প্রাণ

প্রকাশিত : ১২:১৩, ০৩ ডিসেম্বর ২০২৪

সাতসকালে ঝরলো ২ প্রাণ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ । ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক এবং হেল্পারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ৯ টার দিকে উপজেলার রানীপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত দুজনের একজন হলেন ট্রাকের চালক সুমন মিয়া। তার বাবার নাম শামসুল আলম। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেল্পারের মৃত্যু হয়। 

তিনি বলেন, এরইমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের পুরো পরিচয় নিশ্চিতের পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এসএস

    আরো পড়ুন