ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ১০:১০, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:২০, ০৯ নভেম্বর ২০২৪

গোপন বৈঠক থেকে ১৮ আওয়ামী লীগ নেতা আটক   

প্রকাশিত : ১০:১০, ০৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:২০, ০৯ নভেম্বর ২০২৪

গোপন বৈঠক থেকে ১৮ আওয়ামী লীগ নেতা আটক   

আটককৃতদের প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়া হয়। ছবি: চ্যানেল 24

কক্সবাজার শহরের কলাতলীর ইউনি রিসোর্ট নামে একটি হোটেল থেকে ১৮ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইউনি রিসোর্টের সম্মেলন কক্ষে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।   

জানা যায়, শুক্রবার রাতে রিসোর্টের সম্মেলন কক্ষে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা। সেখানে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি অংশ নেয়। এক পর্যায়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাদেরকে ঘেরাও করে আটকে দেয়। পরে পুলিশ ১৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়।  

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের গ্রেপ্তার করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

এদিকে ইউনি রিসোর্টে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী একদল তরুণ। তারা সাংবাদিকদের মারধর ও ক্যামেরায় আঘাত করে। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এসএম

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD