
হত্যা মামলার আসামি রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: চ্যানেল 24
রাজধানীর তুরাগ এলাকায় ফারদিন শাহরিয়ার ওরফে শুভকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম মো. রিয়াজ (২৪)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত ২৯ জানুয়ারি বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। পরে আহত অবস্থায় শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, তথ্য ও প্রযুক্তির সহায়তায় রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ জানায়, পূর্বশত্রুতার জেরে ফারদিনকে ধারালো ছুরি দ্বারা আঘাত করে খুন করেছে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এসএম