
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ভাড়া বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘আই অ্যাম সরি, আই ফেইলড অ্যাজ অ্যা হিউম্যান’, বাংলায় অর্থ হয় ‘ আমি দুঃখিত, মানুষ হিসেবে আমি ব্যর্থ হয়ে গেছি’।
শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাশে একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। ওই শিক্ষার্থীর নাম তাজরিয়ান আহমেদ সোয়ারা। তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন : ‘জুনিয়র মেয়েরা শুনেছে, এরপর থেকে আর হুমকি দিব না, সরাসরি গায়ে হাত দিব’
তার ওই ঘর থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আই অ্যাম সরি, আই ফেইলড অ্যাজ অ্যা হিউম্যান।’ এ বিষয়ে নুরুল হামিদ কানন বলেন, ‘খোঁজ পেয়ে আমরা ফ্ল্যাটে এসে দেখি, মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাকে থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।’
সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ওই ছাত্রী তার বাবার বিরুদ্ধে মাকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগ তোলেন। প্রতিবাদ করায় ভুক্তভোগী হয়েছেন তিনি নিজেও। এসবের পেছনে রয়েছে অন্য এক নারীর সঙ্গে তার বাবার অনৈতিক সম্পর্ক।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এম