
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশিত হয়েছে। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) মেধাতালিকা ও মাইগ্রেশান তালিকা প্রকাশিত হয়।
দ্বিতীয় মেধাতালিকায় তিন ইউনিটে মোট ২ হাজার ৬১৫ শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন।
প্রথম মেধাতালিকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টাকা জমা দিয়ে ভর্তি সম্পন্ন করেছে ১২৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা আছে ১৪৮৩টি। প্রথম মেধাতালিকা থেকে এ ইউনিটের ভর্তি হয়েছে ৩৩২ জন, এ ইউনিটের আসন সংখ্যা ১১৫৫টি। বি ইউনিটে ভর্তি হয় ৪৬১ জন, আসন সংখ্যা ৮৫০ টি। সি ইউনিটে ভর্তি হয় ৪৮৯ জন, আসন সংখ্যা ৬১০ টি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক চ্যানেল 24 অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত নিয়মে টাকা জমা দিতে হবে। মনোনীত বিভাগে কাগজ পত্র জমা দিতে হবে ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর এর মধ্যে। এছাড়া কেউ পরবর্তী মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত আবেদন করতে পারবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১১৫৫ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৮৪৯ টি, ‘বি’ ইউনিটে ৮৫০ টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৮৯ টি ও ‘সি’ ইউনিটে ৬১০ টি আসনের বিপরীতে ৬ হাজার ২৪০টি আবেদন পড়েছে। ফলে 'এ' ইউনিটে আসন প্রতি লড়বে ২২ জন, 'বি' ইউনিটে আসন প্রতি ১২ জন এবং 'সি' ইউনিটে আসন প্রতি লড়বে ১১ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এ বছর জবিতে তিন ইউনিটে ২৭৬৫ সিটের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছেন ৪৩ হাজার ৪২৭ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য লড়াই করছে ১৬ জন শিক্ষার্থী।
জে