ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ২২ নভেম্বর ২০২৪
আপডেট: ২০:১৩, ২২ নভেম্বর ২০২৪

অ্যান্টিগা টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১৯:৪৩, ২২ নভেম্বর ২০২৪ | আপডেট: ২০:১৩, ২২ নভেম্বর ২০২৪

অ্যান্টিগা টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছবি: সংগৃহীত

লজ্জার রেকর্ড ভাঙার মিশনে অ্যান্টিগা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টস ভাগে ইতোমধ্যে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ফলে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (২২ নভেম্বর) স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। 

টেস্টের একদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশ ঘোষণা করেছিল। ক্যারিবিয়রা তাদের একাদশ সাজিয়েছে চার পেসারকে রেখে। তারা হলেন অভিজ্ঞ কেমার রোচ, তরুণ সামার জোসেপ, জাইডেন সিলস ও আলজারি জোসেপ। এর মধ্যে জোসেপ দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন। জেসন হোল্ডার ইনজুরিতে পড়ায় রোচ ঢুকেছেন একাদশে।

অন্যদিকে অ্যান্টিগার মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে বাংলাদেশ একাদশ সাজিয়েছে ২ স্পিনার এবং ৩ পেসার নিয়ে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টে আছেন বাঁহাতি তাইজুল ইসলাম। পেস ডিপার্টমেন্টে তাসকিনের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্মে থাকলেও একাদশে জায়গা হয়নি নাহিদ রানার। 

আরও পড়ুন:

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির আলী, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। 

ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ক্রেগ ব্রাথওয়েট,  মাইকেল লুইস, অ্যালিক আথানজে, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ, কেমার রোচ, জাইডেন সিলস, শামারাহ জোসেপ।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

Advertisement

 

এএ

Detail page R1/ ‍adblv&adfinix passbakc

আরো পড়ুন  

×

Nagad sticky AD