
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা হাতে আকবর আলি, ছবি: সংগৃহীত
শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলি। এর ফলে লিগের ষষ্ঠ এবং সপ্তম তথা শেষ দুই রাউন্ডে খেলতে পারবেন না এ উইকেটকিপার কাম ব্যাটার।
এনসিএলের টেকনিক্যাল কমিটি তার বিরুদ্ধে লেভেল-২ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা দিয়েছে। আকবরের মতো একজন উদীয়মান খেলোয়াড়ের জন্য এই ধরনের আচরণ তার নেতৃত্বের ভূমিকা এবং দলের প্রতি দায়বদ্ধতায় বড় প্রশ্ন তোলে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আকবরের শাস্তির বিষয়টি নিশ্চিত করেন এনসিএলের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ফিল্ডিং করার সময় সে (আকবর) আম্পায়ারের সঙ্গে উগ্র মেজাজ দেখান। এরপর আবার আউটের হতাশায় ব্যাট দিয়ে চেয়ার ভাঙেন।
- মেসি-সুয়ারেজদের নতুন কোচ হচ্ছেন কে, আলোচনায় রয়েছেন যারা
- এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বিসিবি
- ২০২৬ বিশ্বকাপের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়
সেদিন ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন বলে জানা গেছে।
আকবর আলির নেতৃত্বে বাংলাদেশ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। সবকিছু ঠিক থাকলে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে আবারো মাঠে ফিরতে পারেন আকবর আলি।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এএ