
বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি, ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের এমন কোনো অর্জন নেই যা লিওনেল মেসির শোকেসে ধরা দেয়নি। তাই তার কোনো আক্ষেপ নেই। এ কথাটি ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর বেশ কয়েকবার উচ্চারণও করেছেন এ আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু ভক্তকুলের আশা তিনি যেন আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপটা অন্তত খেলেন। এই মুহূর্তে মেসির বয়স ৩৭ বছর। রয়েছেন ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে। এ বয়সে অনেক ফুটবলারকে হারিয়ে যেতে দেখা যায়, আবার অনেকেই বুটজোড়া তুলে রাখেন। কিন্তু তার মাঠের খেলা দেখে বুঝা বেশ কঠিন। এখনও তরুণদের মতো মাঠে কারিশমা দেখান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নিজ দেশ আর্জেন্টিনায় সবচেয়ে বেশি দুটি প্রশ্নের সম্মুখীন হন। যার প্রথমটি হলো, কবে অবসর নেবেন? দ্বিতীয়টি, ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন?এ বিষয়ে তিনি জানিয়েছেন, বিষয়টি আমি জানিনা।
মেসি ২০২৬ বিশ্বকাপ আসরে খেলবেন কি খেলবেন না তা সময়ের হাতে তোলা থাকলেও ২০০২ সালে ফুটবল বিশ্বকাপের ১৭তম আসরে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর কোচ ফিলিপ স্কোলারির মতে, মেসি ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারেন। তিনি আরও বলেন, মেসি ব্রাজিলে জন্মালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ৪৫ বছর পর্যন্তও চলতে পারত। খবর স্পোর্টসকেডা
আরও পড়ুন:
- ফ্রান্সের জার্সি গায়ে জড়াতে চান না বিশ্বজয়ী এমবাপ্পে!
- চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত!
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের গ্রুপে রয়েছে যারা
সম্প্রতি ব্রাজিল জাতীয় দলকে দু’বার কোচিং করানো এ ট্যাকটেশিয়ান সুপার ডেপোর্টিভো রেডিও'র এমিলিয়ানো নুনিয়ার সঙ্গে কথা বলেন। সেখানে এক প্রশ্নের জবাবে এ মাস্টারমাইন্ড বলেন, মেসি ব্রাজিলিয়ান হলে তার প্রতি আরও বেশি যত্নশীল হতো ফুটবল কর্তৃপক্ষ, ফলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ৪৫ বছর পর্যন্তও চলতে পারত।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে মেসির ভূমিকা সম্পর্কে ভালো বোঝাপড়ার প্রশংসা করে ৭৫ বছর বয়সী স্কোলারি আরও বলেন, স্কালোনি মেসির ভূমিকা সম্পর্কে ভালো বোঝেন। এই কারণে আমি মেসিকে পরের বিশ্বকাপে কল্পনা করি। তিনি মনে করেন, যে মেসি ২০২৬ বিশ্বকাপেও প্রতিপক্ষকে বিরক্ত করতে সক্ষম হবেন।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এএ