
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ছবি- সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যেন দুঃসময় কাটছেই না। গত বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশায় থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসে ১৭ রানে হেরে যায় টাইগাররা। এই পরাজয়ের রেশ কাটতে না কাটতেই দলের জন্য এসেছে আরও এক বড় দুঃসংবাদ। কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়ে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।
এবার মুশফিককে নিয়ে আরও বড় দুঃসংবাদ জানিয়েছেন এক নির্বাচক। তিনি জানিয়েছেন এ তারকা ক্রিকেটার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করবেন। শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের একজন নির্বাচক বিষয়টি নিশ্চিত করেন।
সেই নির্বাচক ক্রিকবাজকে জানিয়েছেন, মুশফিকের এই চোট তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরের আসন্ন টেস্ট সিরিজ থেকেও দূরে রাখবে। চোট সেরে উঠতে মুশফিকের প্রায় এক মাস বা তার বেশি সময় লাগবে বলে জানা গেছে।
এ বিষয়ে তিনি আরও জানান, ওয়ানডে সিরিজে মুশফিকের খেলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে সুস্থ হয়ে উঠলে তিনি ওয়ানডে ম্যাচগুলোতে ফিরতে পারেন।
আরও পড়ুন:
- ২৮ বছর পর অ্যাডিলেডে জয় পাওয়ায় হারিস-সাইমদের নিয়ে আফ্রিদি ও ফখরের উচ্ছ্বাস
- ‘সাকিব-তামিম-মুশফিকদের তৈরি করা স্টেজ ভাঙতে পারলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট’
- অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করার দিনে বিশ্বরেকর্ড হাতছাড়া রিজওয়ানের
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ছাড়াও তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে, যার শুরু হবে ২২ নভেম্বর থেকে টেস্ট সিরিজ দিয়ে।
অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ছিটকে যাওয়া নিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিডিয়ার সঙ্গে কথা বলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, মুশফিক ভাইয়ের বিষয়টা খুবই দুঃখজনক, ইনজুরি হয়েছে। আমরা সবাই জানি, মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি যেভাবে দলের জন্য অবদান রেখেছেন, তা অসাধারণ।
এই পরিস্থিতিতে মুশফিকুর রহিমের অভাব পূরণ করতে দলকে বাড়তি চাপে থাকতে হবে। তবে তার দ্রুত সুস্থতার জন্য দল ও সমর্থকরা প্রার্থনা করছেন।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এএ