ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ০৮ নভেম্বর ২০২৪
আপডেট: ১৯:১৮, ০৮ নভেম্বর ২০২৪

২৮ বছর পর অ্যাডিলেডে জয় পাওয়ায় হারিস-সাইমদের নিয়ে আফ্রিদি ও ফখরের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১৯:১২, ০৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৯:১৮, ০৮ নভেম্বর ২০২৪

২৮ বছর পর অ্যাডিলেডে জয় পাওয়ায় হারিস-সাইমদের নিয়ে আফ্রিদি ও ফখরের উচ্ছ্বাস

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, ছবি- সংগৃহীত

অ্যাডিলেড ওভালে শুক্রবার (৮ নভেম্বর) দ্বিতীয় ওডিআই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। ২৮ বছর পর অ্যাডিলেডে এটি পাকিস্তানের প্রথম কোনো ওয়ানডে ম্যাচে জয়, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান।খবর ক্রিকেটপাকিস্তান

পাকিস্তান সহজেই অস্ট্রেলিয়ার দেয়া টার্গেট তাড়া করে, যা খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করে। সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেটের শক্ত সমর্থক শাহিদ আফ্রিদি এই অসাধারণ জয়ের জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন, যখন একজন অধিনায়ক অনুপ্রাণিত করে, তখন পুরো দল জ্বলে ওঠে! অ্যাডিলেডে পাকিস্তানের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ উইকেটে হারানো, এটি আমাদের জন্য অনেক বড় আত্মবিশ্বাসের উৎস।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, আজকের চমৎকার পারফরম্যান্সের জন্য রিজওয়ান, হারিস, শাহিন, সাইম এবং আব্দুল্লাহকে কৃতজ্ঞতা জানাই। ছেলেরা, নিজেদের প্রতি বিশ্বাস রাখো এবং ইনশাআল্লাহ আরও সাফল্য তোমাদের জন্য অপেক্ষা করছে।

এদিকে, এক টুইট বিতর্ক এবং কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার কারণে বর্তমানে দল থেকে অনুপস্থিত ফখর জামানও তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক্সে তিনি বলেন, এক বিশাল জয়! ছেলেদের জন্য অনেক অভিনন্দন! হারিস রউফ এবং সাইম আইয়ুবের অসাধারণ পারফরম্যান্সের জন্য স্যালুট! তারা তাদের সেরাটা দিয়েছে!

এই জয়টি পাকিস্তানের জন্য একটি বড় সাফল্য এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য দলটির আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এএ

আরো পড়ুন