ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ০১ নভেম্বর ২০২৪
আপডেট: ২১:২৫, ০১ নভেম্বর ২০২৪

নারী দলের দায়িত্ব নেয়ার প্রশ্নে যা বললেন সাফজয়ী কোচ ছোটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ২১:২২, ০১ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:২৫, ০১ নভেম্বর ২০২৪

নারী দলের দায়িত্ব নেয়ার প্রশ্নে যা বললেন সাফজয়ী কোচ ছোটন

সংগৃহীত

ফেডারেশন চাইলে আবারও নারী দলের দায়িত্ব নিতে প্রস্তুত গোলাম রব্বানী ছোটন। বাইরে থেকে দলে কলকাঠি নাড়া নিয়ে, বিদায়ী হেড কোচ পিটার বাটলারের অভিযোগ উড়িয়ে দিলেও স্বীকার করেছেন মানসিকভাবে ফুটবলারদের উৎসাহ দিয়ে গেছেন তিনি। বিশ্বাস করেন, দেশকে আরও অনেক কিছু দেয়ার সামর্থ্য রয়েছে চ্যাম্পিয়ন ফুটবলারদের।

এবারের সাফে নারী দলের সঙ্গে না থেকেও ছিলেন গোলাম রব্বানী ছোটন। আলোচনায়-বিতর্কে-সাফল্যে। বাইরে থেকেও দলে কলকাঠি নাড়ছেন, তার বিরুদ্ধে তোলা পিটার বাটলারের এমন বিষ্ফোরক মন্তব্যের জবাব দিয়েছেন টুর্নামেন্ট শেষে।

বাংলাদেশের সাবেক হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ওনার সঙ্গে আমার তেমন পরিচয় নেই। এই সমস্ত যদি উনি বলেই থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ধারণা থেকেই বলছেন। সাবিনা গেমের আগের দিনও দোয়া চাইত, আমি শুধু এইটুকু বলতাম তোমাদের দেশের জন্য খেলতে হবে। নিজেদের সেরাটা খেলতে হবে, নিজেদের অস্তিত্বের জন্য খেলতে হবে। 

ছোটনের এনে দেয়া সাফল্য ধরে রেখে বিদায় নিচ্ছেন ইংলিশ কোচ বাটলার। গুঞ্জন, আবারও জাতীয় দলের দায়িত্বে ফিরতে পারেন সাবিনা-কৃষ্ণাদের এই প্রিয় গুরু। তা অবশ্য উড়িয়েও দেননি গোলাম রব্বানী।

আরও পড়ুন:

গোলাম রব্বানী ছোটন আরও বলেন, জাতীয় দলে কাজ করা একটা গৌরবের বিষয়। প্রত্যেকটি মানুষের জাতীয় দলে কাজ করা সৌভাগ্যের বিষয়। এখন পর্যন্ত আমার সঙ্গে কোনো আলাপ হয়নি। কোনো অফার আসেনি। যদি আসে তখন আমি চিন্তা ভাবনা করে দেখব। 

প্রস্তুতির ঘাটতি, সিনিয়রদের সঙ্গে হেড কোচের প্রকাশ্য দ্বন্দ্ব আর পাহাড়সম প্রত্যাশার চাপ। বাংলাদেশ দলের সাবেক এই কোচের কাছে, প্রতিকূল পরিবেশেও চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের পরিণত হওয়ার প্রমাণ।

Advertisement

বাংলাদেশের সাবেক হেড কোচ আরও বলেন, আমাদের মেয়েরা যে আগের থেকে অনেক পরিপক্ক হয়েছে ও তারা ম্যাচিউরড হয়েছে এটার প্রমাণ এবারের টুর্নামেন্টে তারা দিয়েছে।

অন্য সবার মতো গোলাম রব্বানী ছোটনেরও চাওয়া, প্রাপ্য সম্মানটুকু পাক দক্ষিণ এশিয়ার সেরা এই ফুটবলাররা।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এএ

Detail page R1/ ‍adblv&adfinix passbakc

আরো পড়ুন  

×

Nagad sticky AD