দেশের দরিদ্র মানুষের আর্থিক স্বক্ষমতার বিবেচনা করে, তাদেরকে বিনামূল্যে করোনার পরীক্ষার অনুরোধ করেছেন আওয়ামীলগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৯ জুলাই) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আর্থিক স্বক্ষমতা না থাকায় দেশের দরিদ্র জনগোষ্ঠী করোনার নমুনা পরীক্ষা করাচ্ছে না।
রিজেন্ট ও জেকেজির প্রতারণায় কারণে, জনমনে করোনা পরীক্ষা নিয়ে আগ্রহ ও আস্থা কমেছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতারা করোনার এ বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। আর এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’