ঢাকা   রোববার , ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জামাদিউস সানি ১৪৪৬

Designation default

প্রকাশিত: ১৭:১৯, ১৯ জুলাই ২০২০
আপডেট: ২০:৩১, ১৯ জুলাই ২০২০

দরিদ্র মানুষের করোনা পরীক্ষা বিনামূল্যে করার অনুরোধ কাদেরের

Designation default

প্রকাশিত : ১৭:১৯, ১৯ জুলাই ২০২০ | আপডেট: ২০:৩১, ১৯ জুলাই ২০২০

দরিদ্র মানুষের করোনা পরীক্ষা বিনামূল্যে করার অনুরোধ কাদেরের

দেশের দরিদ্র মানুষের আর্থিক স্বক্ষমতার বিবেচনা করে, তাদেরকে বিনামূল্যে করোনার পরীক্ষার অনুরোধ করেছেন আওয়ামীলগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ জুলাই) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আর্থিক স্বক্ষমতা না থাকায় দেশের দরিদ্র জনগোষ্ঠী করোনার নমুনা পরীক্ষা করাচ্ছে না। 

রিজেন্ট ও জেকেজির প্রতারণায় কারণে, জনমনে করোনা পরীক্ষা নিয়ে আগ্রহ ও আস্থা কমেছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতারা করোনার এ বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। আর এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

    আরো পড়ুন