আসামের নাগরিকত্ব বঞ্চিতদের বিষয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন করেছিলেন আগামী ৮ সেপ্টেম্বর থেকে তারা চিঠি পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, শোকের মাসে আমরা কিছু কাজ থেকে বিরত থাকি। সেজন্য উপজেলা নির্বাচনের বিদ্রোহীদের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহীদের কারণ দর্শানোর চিঠি দেয়া শুরু হবে।