ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ১৯:০২, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:১৭, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের অভিজ্ঞতা ভুলে যাওয়ার, নতজানু হওয়ার: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৯:০২, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:১৭, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের অভিজ্ঞতা ভুলে যাওয়ার, নতজানু হওয়ার: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিজ্ঞতা হলো হেনস্তার অভিজ্ঞতা এবং অপমান ও অবমাননার অভিজ্ঞতা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুৃরে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে গেলে তিনি এসব মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কমিশনের  প্রস্তাবগুলো জাতীর কাছে এমনকি বিশ্বের কাছে ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এই সংস্কার বাস্তবায়ন হলে নাগরিক হিসেবে আমরা অধিকার ফিরে পাবো।

আরও পড়ুন: দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

প্রধান উপদেষ্টা বলেন, আমরা নাগরিক হিসেবে যে অধিকার ও দাবি রাখি, তা ভুলে যাওয়ার অভিজ্ঞতাও আমাদের রয়েছে। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এন

    আরো পড়ুন