ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ১৭:৫৬, ০৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:৫৭, ০৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় ঐক্যের জন্য বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৭:৫৬, ০৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৯:৫৭, ০৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় ঐক্যের জন্য বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

ড. মোহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তিনি। এরপর সকল ধর্মীয়ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াছে। আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গনমাধ্যমকে দাঁড়াতে হবে। সেই সাথে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শেভরন আবারও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেভরন মনে করছে বাংলাদেশে যে পরিমান বিনিয়োগ হচ্ছে তাতে আগামীতে আরও জ্বালানির চাহিদা বাড়বে।

শফিকুল আলম জানান, পতিত সরকার গত ২ বছর শেভরনের কোনো পেমেন্ট দেয়নি। আর বর্তমান সরকার ৬ মাসের মধ্যে পেমেন্ট করবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এন

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD