ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২০ নভেম্বর ২০২৪

কয়েকটা বিষয়ে নজর রাখলেই বুঝতে পারবেন প্রেমিকা মিথ্যা বলছে 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত : ২১:০০, ২০ নভেম্বর ২০২৪

কয়েকটা বিষয়ে নজর রাখলেই বুঝতে পারবেন প্রেমিকা মিথ্যা বলছে 

অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় মিথ্যা কথা বলা কেন্দ্র করে। ছবি: সংগৃহীত

সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি।  বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক টিকে না। তবে অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় মিথ্যা কথা বলা কেন্দ্র করে। আবার অনেক সময় সরলতার সুযোগ নিয়ে এক পক্ষ ক্রমাগত মিথ্যা বলে যা এক পর্যায় সামনে এসে সম্পর্ক শেষ করে দেয়। আপনার সঙ্গী যদি বিভিন্ন সময়ে মিথ্যা কথা বলেন তাহলে সাবধান হোন। কিছু বিষয়ের দিকে নজর দিলেই স্পষ্টভাবে বুঝবেন প্রেমিকা আপনার সঙ্গে মিথ্যা বলছেন। ভারতীয় সংবাদমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত উঠে এসেছে। কিছু কৌশল থেকে বুঝবেন প্রেমিকা মিথ্যা বলছেন নাকি সত্যি। 

চোখ নামিয়ে কথা বলা​: সাধারণত মিথ্যে কথা বলার সময় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব হয়। তাই সেই সময়টায় চোখে চোখ রাখা যায় না। আর এটা হলো মিথ্যের প্রথম লক্ষণ। তাই এ বার থেকে কথা বলার সময় প্রেমিকার চোখে চোখ রাখুন। কথা বলার সময় তিনি যদি চোখ নীচু করে নেন, তাহলে বুঝবেন ডালের মধ্যে সত্যিই কিছু কালো রয়েছে। তখন তাকে এই বিষয়টা নিয়ে অন্য কোনও প্রশ্ন করুন। তাহলেই দেখবেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে।  

কোনো বিষয় লুকানো: সঙ্গী যদি আপনার কাছ থেকে অনেক বিষয় আড়াল করে তবে সেতা সম্পর্কের জন্য ক্ষতিকর। এটি এক ধরনের সূক্ষ্ম প্রতারণা। এতে করে সন্দেহের সৃষ্টি হয়। আপনি যাকে ভালোবাসেন আর তার অপছন্দের কাজ করেন সেটা কি আপনার উচিত হবে। এতে অন্যজন আঘাত পান। যা কথা বলার, ম্যাসেজ করার ভালোবাসার মানুষটির সামনেই করুন।

আরও পড়ুন: 

অনেকের মিথ্যে বলার সময় গলার স্বর বদলে যায়। ছবি: সংগৃহীত

গলার স্বর পরিবর্তন: অনেকের মিথ্যে বলার সময় গলার স্বর বদলে যায়। অর্থাৎ তারা তখন স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না। আর এটাই হলো মিথ্যে চেনার অপর একটি সহজ উপায়। তাই স্বাভাবিক ভাবে কথা বলতে বলতে প্রেমিকা যদি গলার স্বর বদলে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। তখন একবার তার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। 

কম কথা বলা: মিথ্যা কথা খুব বেশি বলা যায় না। কারণ, মিথ্যা বলতে গেলে বিভিন্ন বিষয় আড়াল করতে হয় যেটার কারণেই এক নাগারে কোনো বিষয় বলা যায় না। তাই হ্যাঁ বা না বলেই কথা শেষ করতে চান মিথ্যাবাদী। তাই এরপর থেকে কোনো কঠিন প্রশ্ন করার পর প্রেমিকা যদি বিস্তারিত না বলেন, ছোট ছোট  উত্তর দেন, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে।

অজুহাত: আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু শেষ মুহূর্তে এসে আপনাকে জানানো হল সে আপনার সঙ্গে অংশ নিতে পারবে না। বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। কখনো কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও দেখান। একটা সময় জানতে পারলেন ঐ সময়টায় তার কোনো কাজই ছিল না। এমনটা দেখলে তার সঙ্গ এড়িয়ে চলুন। 

তবে মনে রাখতে হবে উপরের বিষয়গুলো মিলে গেলেই যে কেউ মিথ্যা বলছে সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। যদি মনে হয় আপনার প্রেমিকা মিথ্যা বলছেন তাহলে তার সঙ্গে সরাসরি কথা বলুন। তার মিথ্যা বলার কারণ কী জানতে চান। না জেনে আগে থেকেই আপনার ধারণা সঠিক এমন ভাববেন না।   

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

জেড

আরো পড়ুন