
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের ওয়াশিংটনের প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (০৩ ফেব্রুয়ারি) হঠাৎ এই কার্যালয় বন্ধ করে দেয়া হয়। এমনকি সংস্থাটির কর্মীদের রোববার মধ্যরাতের পরে এক ই–মেইলে অফিসে না আসতে বলা হয়েছে। খবর সিএনএনের।
ই–মেইলের একটি কপি সংবাদমাধ্যম সিএনএনের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, ‘সংস্থার নেতৃত্বের নির্দেশনায় ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ভবনে অবস্থিত ইউএসএইডের প্রধান কার্যালয় সংস্থার কর্মীদের জন্য সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ বন্ধ থাকবে। ইউএসএইডের যেসব কর্মী সাধারণত প্রধান কার্যালয়ে কাজ করেন, তারা সোমবার বাসা থেকে কাজ করবেন।’
এর আগে ইউএসএইডকে ‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে সংস্থাটি বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থেকে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে মার্কিন দূতাবাস
ইলন মাস্ক এমন সময়ে সংস্থাটি সম্পর্কে এরকম মন্তব্য করলেন যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেয়ায় ইউএসএইডের দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংস্থাটি ‘বদ্ধ উন্মাদেরা’ চালাচ্ছেন। তিনি এ সংস্থার ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করছেন বলেও জানান।
বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই মার্কিন সংস্থার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থের অপচয় হচ্ছে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এমডি