
বিমানে ওঠার আগে মিডিয়ার মুখোমুখি নেতানিয়াহু, ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। খবর আনাদুলু এজেন্সি
নেতানিয়াহুকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রে অবতরণের পর দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে দুই নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি এই সফরে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন।
এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার আগে নেতানিয়াহু বেশ কয়েকবার ‘শান্তির’ প্রসঙ্গ টানেন। তিনি বলেন, যুদ্ধে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছে। তিনি বিশ্বাস করেন, তারা নিরাপত্তা জোরদার করতে পারবেন।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে তার (ট্রাম্প) সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে গেলেন।
আরও পড়ুন:
নেতানিয়াহু এমন এক সময় যুক্তরাষ্ট্র সফর করছেন যখন গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিয়েছিলেন ট্রাম্প নিজেই।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
জে