ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫০, ০৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৮:৫২, ০৬ ডিসেম্বর ২০২৪

যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭.৭ কোটি ডলার খরচ করবে হিজবুল্লাহ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৮:৫০, ০৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০৮:৫২, ০৬ ডিসেম্বর ২০২৪

যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭.৭ কোটি ডলার খরচ করবে হিজবুল্লাহ 

হিজবুল্লাহ প্রধান প্রধান নাইম কাশেম, ছবি: রয়টার্স

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ ৫ কোটির বেশি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির প্রধান নাইম কাশেম এ ঘোষণা দেন। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর তাদের জনসমর্থন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্স

রেকর্ড করা এক বক্তব্যে নাইম কাশেম বলেন, প্রত্যেক ব্যক্তিকে ৩০০ থেকে ৪০০ ডলার করে দেয়া হবে। ২ লাখ ৩৩ হাজার ৫০০ রেজিস্টারকৃত পরিবারকে মোট ৭৭ মিলিয়ন ডলার দেয়া হবে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান। 

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে তাদের ৮ হাজার ডলার দেয়া হবে, এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেয়া হবে ৬ হাজার ডলার করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে ৪ হাজার ডলার করে পরিশোধ করা হবে। এ অর্থ দেয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এ অর্থের মূল যোগানদাতা হলো ইরান।  

ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্বা লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। 

দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়। 

বিশ্ব ব্যাংক জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় ১ লাখ বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যুদ্ধে ৩.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন:

Advertisement

গত বছরের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সংহতি জানিয়েছে ইসরায়েলে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। 

এদিকে নাইম কাশেম, ইরানের পাশাপাশি আরব দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছে। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

জে

    Detail page R1/ ‍adblv&adfinix passbakc

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD