ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

নুসরাত মৌমি

প্রকাশিত: ০০:৩৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০০:৪৩, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাবে টালমাটাল গাড়ি নির্মাণ শিল্প

নুসরাত মৌমি

প্রকাশিত : ০০:৩৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০০:৪৩, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাবে টালমাটাল গাড়ি নির্মাণ শিল্প

ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাবে টালমাটাল গাড়ি নির্মাণ শিল্প। ছবি: সংগৃহীত

শুল্ক আরোপ ১ মাসের জন্য স্থগিত হলেও এর নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে প্রায় সব খাতে। চাপ বাড়বে বৈশ্বিক গাড়ি নির্মাণ শিল্পে। গাড়ির বাড়তি দাম চাপ বাড়াবে যুক্তরাষ্ট্রের বাজার ও অন্যান্য দেশের ভোক্তাদের উপর।

যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অনন্ত ১টি কারখানা রয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিপাকে রয়েছে প্রতিষ্ঠানগুলো। কারণ এতে শুধু দাম বাড়বে না, নেতিবাচক প্রভাবও পড়বে বৈশ্বিক বাজারে। 

যুক্তরাষ্ট্রে এসব প্রতিষ্ঠানের কারখানা থাকলেও প্রায় ৮৭ শতাংশ মোটরগাড়ির যন্ত্রাংশ আমদানি হয় মেক্সিকো থেকে। মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ শুল্কের ফলে গাড়ি নির্মাতাদের বার্ষিক খরচ বাড়বে কয়েক বিলিয়ন ডলার। এ হারে শুল্ক আরোপে জিএম, ফোর্ড আর স্টেলান্টিসের বার্ষিক খরচ বাড়বে ৫৬ বিলিয়ন। এস এন্ড পি গ্লোবাল জানায়, দেশ দুটির গাড়ির কারখানায় বছরে সাড়ে ৫ মিলিয়ন গাড়ি উৎপাদন করা হয়। যার মধ্যে ৪ মিলিয়ন গাড়ির বাজার যুক্তরাষ্ট্রে। শুল্ক কার্যকরের ফলে প্রতিটি ২৫ হাজার ডলারের গাড়িতে অতিরিক্ত ৬২৫০ ডলারের খরচ যোগ হবে। 

আরও পড়ুন: দুর্বল ব্যাংকে যোগান দেয়ার পর বাজার থেকে অর্থ উত্তোলনে নেই গতি

শুল্কের বিপরীতে কোনো বিকল্প পরিকল্পনায় এখনও হাতে নেয়নি প্রতিষ্ঠানগুলো। তবে নির্মাতারা নতুন বাজার খুঁজে নিলেও দামের বোঝা ঠিকই চাপবে মার্কিনিদের ঘাড়ে। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এন

    আরো পড়ুন