ঢাকা   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

প্রকাশিত: ১৮:২১, ০৩ ডিসেম্বর ২০২৪

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

প্রকাশিত : ১৮:২১, ০৩ ডিসেম্বর ২০২৪

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ। ছবি : চ্যানেল 24

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠীর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা শহর মাইজদীতে বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি পৌর বাজারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুবদলের সাবেক সেক্রেটারি নুরুল আমিন খানসহ অনেকে।

সমাবেশে বক্তারা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, তারা হাইকমিশনে হামলা চালিয়েছে, ভারতের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশীদের ওপর হামলা করেছে। ভারতের জঙ্গিরা নানাভাবে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে। কিন্তু তারা বার বার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে না।

বক্তারা আরও বলেন, সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতের জঙ্গি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

একেএম

আরো পড়ুন