ঢাকা   সোমবার , ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬

প্রকাশিত: ১৫:২৪, ০৫ জুন ২০২৪
আপডেট: ১৬:৪৫, ০৫ জুন ২০২৪

বিজিবি সদস্যদের গুলি করে মিয়ানমারে পালিয়ে গেল চোরাকারবারি দল

প্রকাশিত : ১৫:২৪, ০৫ জুন ২০২৪ | আপডেট: ১৬:৪৫, ০৫ জুন ২০২৪

বিজিবি সদস্যদের গুলি করে মিয়ানমারে পালিয়ে গেল চোরাকারবারি দল

জেলার মানচিত্র। ছবি: চ্যানেল 24

নাফ নদীতে বিজিবির টহল দলের উপর গুলি চালিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেছে চোরাকারবারি দল। এই ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) রাতে নাফনদীর টেকনাফের নাজিরপাড়া পয়েন্টে এই ঘটনা ঘটে। 

বুধবার (৫ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। ওই সময় বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। বিজিবির উপস্থিতি টের পেয়েই নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি করতে থাকে। বিজিবিও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় মিয়ানমারের সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। চোরাকারবারিরা গুলি করতে করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত দুই সদস্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।    

আরও পড়ুন: চান্দিনায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এসএম

আরো পড়ুন  

×

Nagad sticky AD Feb 23