ঢাকা   বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম 24 ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০০:১৪, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

ট্রেনের দুই ইঞ্জিনের সংঘর্ষে চালকসহ আহত ৫০

চট্টগ্রাম 24 ডেস্ক

প্রকাশিত : ২৩:৩৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ০০:১৪, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

ট্রেনের দুই ইঞ্জিনের সংঘর্ষে চালকসহ আহত ৫০

ট্রেনের দুই ইঞ্জিনের সংঘর্ষে চালকসহ আহত ৫০। ফাইল ছবি

চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের দুটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে দুই ইঞ্জিনের তিন চালকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেন চলাচল দুইঘণ্টা বন্ধ ছিল। পরে রাত সোয়া নয়টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আহতরা হলেন- কর্ণফুলী এক্সপ্রেসের চালক মোহাম্মদ আলী (৪২), শান্টিং ইঞ্জিনের চালক নজরুল ইসলাম (৫৪) এবং সহকারী চালক মো. সজিব (৩৫)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ফারুক হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় ফৌজদারহাট অতিক্রম করে ক্যাডেট কলেজ এলাকায় ক্রসিংয়ের সময় সামনে থাকা একটি শান্টিং ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন : সীমান্তে অস্থিরতা: অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসে করে আমি শহরে যাচ্ছিলাম। ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী এক্সপ্রেসের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ক্রসিংয়ের সময় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনটিকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। এতে কিছু যাত্রী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

একেএম

আরো পড়ুন