
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি
দিনে-দুপুরে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় ছুরিকাঘাতে আলামিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার দুই ভাই সুমন আহমেদ (২৫) ও নাহিদ হোসেন (১৯) আহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কাপ্তান বাজারের এরশাদ মার্কেট এলাকার ১ নম্বর ভবনের নিচতলার পকেট গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
পরে রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলামিন নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নারিন্দা বসুবাজার এলাকায় ভাড়া থাকতেন। স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে কাপ্তান বাজারের এরশাদ মার্কেটের ১ নম্বর ভবনের নিচতলার পকেট গেটের সামনে পুরাতন কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া একই এলাকায় তাদের একটি বনাজী ওষুধের দোকানও রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, প্রায় ৮ মাস আগে ওয়ারি থেকে আসা কয়েকজন যুবক আমাদের বনাজী ওষুধের দোকানের সামনে একটি মোটরসাইকেল রেখেছিল। এ নিয়ে নাহিদ ও আমার সঙ্গে ওই যুবকদের ঝগড়া হয়। সেই সূত্র ধরে বুধবার ১০ থেকে ১২ জন আমার দোকানের সামনে এসে আমাকে মারধর করতে থাকে।
আরও পড়ুন: ‘আমার বাবা আমার বুকে মারা গেছে এবং সে সত্যটা বেরিয়ে আসলো’
পরে এ দৃশ্য দেখে আমার বড় ভাই আলামিন আমাকে বাঁচাতে আসলে নাহিদ ও আমাকে ছুরিকাঘাত করে তারা। যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের সবাইকে চিনি, তবে কারও নাম জানি না। তারা ওয়ারি এলাকায় থাকে বলেও জানান হাসপাতালে চিকিৎসাধীন সুমন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, বিকেলে কাপ্তান বাজার থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা আলামিন নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার দুই ভাইও আহত হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এছাড়া নিহত আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নিজের গড়া ট্রাইব্যুনালে নিজেই আসামি কামরুল ইসলাম
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
ই