
ফ্লাইওভারের পিলারে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে পিলারের ওপরে আটকে পড়া এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২ ডিসেম্বর) সকালে সায়েদাবাদ রেলগেটের পশ্চিম পাশে স্বামীবাগ এলাকার ফ্লাইওভারে পিলারের ওপর থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এখান দিয়ে যাওয়ার সময় তারা ফ্লাইওভারের পিলার ও স্প্যানের মধ্যের ফাঁকা জায়গায় পাগলটিকে বসে থাকতে দেখেন। সে নামার জন্য কান্নাকাটি করছিল। এ অবস্থা থেকে তারা ৯৯৯-এ ফোন দেন।
পরে সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন। সূত্রাপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী বলেন, আমরা ম্যাসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছি। লোকটি অস্বাভাবিক। আমরা গাড়ি নিয়ে এসে মই দিয়ে তাকে ওপর থেকে নামিয়েছি। তিনি ঠিক আছেন।
সিটি করপোরেশনের স্বামীবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বা ময়লা রাখার ঘরের কর্মী মো. সুমন বলেন, পাগল লোকটি ওপরে বসে চিৎকার ও কান্নাকাটি করছিল নামার জন্য। ৯৯৯-এ ফোন দিয়ে আমি ঠিকানা জানানোর পর উনারা (ফায়ার সার্ভিস) এসে উদ্ধার করেছেন।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
কে