আয়ারল্যান্ড সফরে দলে নাসির
Friday, 21 April 2017 00:00চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়ারল্যান্ড সফরে সম্ভাব্য সেরা দল পেয়েছেন, জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোত্তর্জা। আস্থার প্রতিদান দেয়াই হবে দলের লক্ষ্য। আয়ারল্যান্ড সফরে স্কোয়াডে ডাক পাওয়া নাসির হোসেনের চ্যালেঞ্জ পারফর্ম করায়। আর পেসার শফিউল নিজেকে রাখতে চান ইনজুরি মুক্ত।
Published in স্পোর্টস 24