ইউরোপা লিগের সেমিফাইনালে আর্সেনাল-অ্যাটলেটিকো
পিছিয়ে থেকে মস্কোর সাথে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। এদিকে স্পোটিং লিসবনের বিপক্ষে ফিরতি লেগ হেরেও এগ্রিগেটে এগিয়ে থাকা শেষ চার নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এছাড়াও লাইপজিগকে ৫-২ গোলে হারিয়েছে মার্শেই আর লাৎসিওর বিপক্ষে সালজবুর্গের জয় ৪-১ গোলের।
এমিরেটস স্টেডিয়ামে প্রথল লেগে ৪-১ গোলে মস্কোকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল আর্সেনাল। ঘরের মাঠে ফেভারিট গানারদের বিপক্ষে অন্তত ৩-০ গোলে জয়
প্রয়োজন ছিল বিশ্বকাপ স্বাগতিকদের। প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে সেই দু:সাধ্য সাধনের খুব কাছে ছিলো মস্কো। ইউরোপিয়ান আসরে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৩৯ মিনিটে স্বাগতিকদের
এগিয়ে দেন ফেডর চেলভ। বিরতি থেকে ফিরে ১৫ মিনিটের মধ্যে দলের লিড দ্বিগুন শূন্য করেন কিরিল নাবাবকিন। প্রয়োজন আর একটা গোল। কিন্তু শেষ ২০ মিনিটে পাল্টে যায় দৃশ্যপট।
খোলস ছেড়ে বেরিয়ে ৬৯ মিনিটে প্রথমবার গোল পোস্টে শট আর্সেনালের। সহজ সুযোগ নষ্ট করেন লরা কজিলনি। অবশ্য এর ৬ মিনিটের মধ্যে ড্যানি ওয়েলব্যাকের গোলে স্বস্তি ফেরে
আর্সেনাল শিবিরে। অতিরিক্ত সময়ে অ্যারন রামসির গোল ওয়েঙ্গার শীষ্যদের হারতে দেয়নি। ৯ বছর পর কোন ইউরোপিয়ান আসরে সেমিফাইনালে আর্সেনাল।
ম্যাচের বাড়তি রসদ, ইউরোপের সাথে রাশিয়ার চলমান দ্বন্দের মাঝেই ভিইবি অ্যারেনায় গানার সমর্থকদের দারুন সংবর্ধনা।