Save

Save

২০০০ সালের ১০ নভেম্বর, টেস্ট আঙিনায় পা রেখেছিলো বাংলাদেশ

আজ ১০ নভেম্বর। ২০০০ সালের এই দিনে টেস্ট আঙিনায় পা রেখেছিলো বাংলাদেশ।

১৭ বছর পেরিয়ে গেছে। তবে সাদা পোষাকে কতটুকু সমৃদ্ধ বাংলাদেশের অর্জন? প্রশ্নটা প্রতি বছরের কিন্তু সদুত্তর যে আজো মেলেনা। যাদের হাতধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু তারা আশাবাদী লঙ্গার ভার্সনে নজর দিলে, আরো শক্ত হবে দেশের ক্রিকেটের কাঠামো।  নিরস্ত্র এক জাতি যেমন অপ্রস্তুত অবস্থায় মুক্তিযুদ্ধে নেমেছিলো। ক্রিকেটের কুলীন স্তরেও প্রবেশ অনেকটা আচমকা। সবে ক্রিকেট বুঝতে শেখা এক জাতির স্বগর্ব আত্মপ্রকাশ।

কালের দশক যুগ পেরিয়ে, আজ ১৭ বছরে টেস্টে বাংলাদেশের পথচলা। ১০ নভেম্বর, অভিষেক টেস্টের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ছবি চোখে ভাসলে এখনো যেন অবিশ্বাস লাগে তৎকালীন ক্রিকেট বোর্ড সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের। সেই টেস্টে বাংলাদেশের কোচ সারোয়ার ইমরান এখনও ট্যাকটিশিয়ানই রয়ে গেছেন। তবে অভিষেক অধিনায়ক নাঈমুর রহমান, পরিচয় বদলে বোর্ড পরিচালক। 

তাদের চোখে দেশের ক্রিকেট যতই এগুক এখনো সেই পুরনো তীরেই রয়ে গেছে লঙ্কার ভার্সন। সেঞ্চুরি ছাড়িয়ে বাংলাদেশ খেলে ফেলেছে ১০৪ টেস্ট। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এখনো অজেয় থাকলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের দম্ভ ভেঙেছে বাংলাদেশ। প্রাপ্তির খাতা একেবারে শূন্য নয় ঠিকই তবে অর্জনের পাল্লা কেন আরো বেশী ভারী নয় এখন সেটা ভাবার সময় বলে মনে করেন আশরাফুল হক। ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটের ভিত গড়ে দেয়া মানুষগুলো যেমন মহিমান্বিত হয়। গর্বে উদ্ভাসিত হয় এদেশ, কোটি মানুষ।

 

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save