Save

Save

'যশোর সীমান্তে সার্চ লাইটসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপনে কমেছে চোরাচালান'

যশোরের পুটখালী সীমান্তে বর্ডার সার্ভিলেন্স অ্যান্ড রেসপন্স সিস্টেমের আওতায়, সার্চ লাইটসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে বিজিবি। বাহিনীটি বলছে, এতে এই এলাকায় কমেছে চোরাচালান। ফলে, সীমান্তের ঝুঁকিপূর্ণ বাকি এলাকাতেও নেয়া হচ্ছে এই ব্যবস্থাপনা।

 

ইসামতি নদীর এপারে বাংলাদেশ আর ওপারে ভারত। মাঝে কাঁটাতারের বেড়া না থাকায় সহজেই চোরাচালান সম্ভব। যা প্রতিরোধে সারারাত চলে পাহারা।

পুটখালী সীমান্তের ঝুকিপূর্ণ প্রায় দেড় কিলোমিটার এলাকা আনা হয়েছে বর্ডার সাভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেমের আওতায়। বসানো হয়েছে সার্চ লাইট। ফলে এই এলাকা দিয়ে কেউ সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে সেন্সরের মাধ্যমে কন্ট্রোল স্টেশনে সিগনাল যাবে।

বিজিবির ২১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক জানালেন, আধুনিক এই পদ্ধতির কারণে অনেকাংশেই কমে গেছে চোরাচালান।

বিজিবির মহাপরিচালক বলছেন বাংলাদেশেরে সাথে ভারত ও মিয়ানমারের ৩৯৯ কিমি ঝুঁকিপূর্ণ সীমান্ত  বর্ডার সাভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেমের আওতায় আনা হচ্ছে।

দেশের সীমান্ত সড়ক না থাকায় বিভিন্ন তথ্য পাওয়ার পরও সময়মতো বিজিবি জওয়ানরা সেখানে পৌছতে পারেনা। তাই সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বিজিবি মহাপরিচালক।

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save