অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন সুনামগঞ্জের আইরিন বিবি
১০ মাস ধরে অসহ্য যন্ত্রণায় কাৎরাচ্ছেন সুনামগঞ্জের আইরিন বিবি। গলায় টিউমার হওয়ায় হারিয়েছেন কথা বলার শক্তি।
এখন বেঁচে থাকার আশায় সবার সহায়তা চেয়েছেন আর্থিকভাবে অসচ্ছল এই নারী। পেট ভরে খাওয়ার আকুতি। কিন্তু, গলায় অসহ্য যন্ত্রণা। তাই হার মানতে হয় ইচ্ছার কাছে। সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রামনগাঁও গ্রামের হতদরিদ্র মোশারফ মিয়ার স্ত্রী আইরিন বিবি দশ মাস ধরে ভুগছেন ক্যান্সারে।
প্রথমে গলায় টিউমার দেখা দেয়। এরপর তা রূপ নেয় ক্যান্সারে। পরে ডাক্তার পরামর্শ দেন উন্নত চিকিৎসার। কিন্তু অভাবের সংসারে যেখানে নুন আনাতে পান্তা ফুরায়, সেখানে চিকিৎসা খরচ জোগানো অনেকটা অলীক কল্পনাই। প্রতিবেশীরা জানান, আইরিন বিবির বড় ছেলের রিকশার প্যাডেলেই সচল সংসারের চাকা। তাই সাত সদস্যের ওই পরিবারটি এখন তাকিয়ে বিত্তবানদের দিকে। আইরিন বিবির চিকিৎসায় অন্তত ৪ লাখ টাকা দরকার।