রক্তশূন্যতায় ভুগছে শিশু দীপিকা
নওগাঁয় জন্মের পর থেকেই রক্তশূন্যতা রোগে ভুগছে চার বছর বয়সী শিশু দীপিকা দেব। প্রতি মাসেই রক্ত দিতে হয় শিশুটিকে। ব্যয়বহুল চিকিৎসা ও রক্ত যোগাতে হিমশিম খাচ্ছে দীপিকার বাবা মা।
তাই সবার কাছে সহায়তা চেয়েছেন তারা। বাবা মা শখ করে নাম রেখেছেন দীপিকা। কিন্তু জটিল রোগে দীপিকার জীবনের আলো অনেকটাই ম্রিয়মান। জন্মের এক বছর পর হঠাৎ গায়ের রং হলুদ হয়ে যায় ও বমি শুরু করে দীপিকা। চিকিৎসকের কাছে নিলে রক্ত প্রয়োজন বলে জানায় তারা। তারপর থেকে প্রতিমাসেই এক ব্যাগ করে রক্ত দিতে হয় তাকে।
মধ্যবিত্ত পরিবার, তাই শুরুতে চিকিৎসা করালেও এখন বিপাকে দীপিকার পরিবার। প্রতি মাসে রক্ত পেতেও পড়তে হয় বিড়ম্বনায়। এদিকে, দীপিকাকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রসাশক। শহরের আরজি নওগাঁয় বসবাসকারি দীপিকা দেবের বয়স এখন চার বছর।