উদ্ধার হলেন মুসা ইব্রাহীম
পাপুয়া নিউগিনির দুর্গম পাহাড়ে ছয়দিন আটকে থাকার পর উদ্ধার করা হলো পর্বতারোহী মুসা ইব্রাহীমকে। এক ফেইসবুক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন মুসা ইব্রাহীম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্ধারের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুসা।
সোমবার ভোরে একটি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় তাকে। মুসা ছাড়াও তার সাথে রয়েছেন ভারতীয় পর্বতারোহি সত্যরূপ এবং নন্দিতা। এর আগে রোববার, খারাপ আবহাওয়ার কারণে, দ্বিতীয় বারের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। ফিরে আসে তাকে উদ্ধারে পাঠানো হেলিকপ্টারটি। ২০১০ এ বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা। ৬ দিন ধরে কার্সটেঞ্জ পিরামিডের বেসক্যাম্পে আটকে ছিলেন, মুসা এবং তার দুই সঙ্গী সত্যরূপ ও নন্দিতা। পয়লা জুন, অস্ট্রেলিয়া ও ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত কার্সটেঞ্জ পিরামিডে আরোহণ শুরু করেন, মুসা।