কুমিল্লার আদালতে খালেদা জিয়ার অন্তবর্তীকালীন জামিন নাকচ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা দিয়ে ৮ জনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তবর্তীকালীন জামিন না মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা অন্তবর্তীকালীন জামিন আবেদন করেন। আদালত জামিন নাকচ করে আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ঠিক করেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি, চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৮ জন নিহত হন। পরে পুলিশ বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে। মামলায় ৭৭ জনকে আসামি করা হয়। বেগম জিয়াকে করা হয়, হুকুমের আসামি।