Save

Save

'আদালতের ওপর প্রভাব থাকলে খালেদা জিয়ার মামলার কার্যক্রম ১০ বছর আগেই শেষ হতো'

এতিমের টাকা আত্মসাৎ করায় বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইতালির রোমে স্থানীয় আওয়ামী লীগের সংবর্ধনায় এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানান, প্রবাসীদের কথা মাথায় রেখে উন্নয়ন কাজ করে যাচ্ছে সরকার।

ইতিহাস ও ঐতিহ্যের নগরী প্রাচীন রোমের পার্কো ডেই প্রিন্সিপি গ্রন্ডি হোটেলে এ মিলানমেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা উপলক্ষ্যে। ইতালি আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে শামিল হতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন দলীয় নেতাকর্মীরা।

স্থানঅয় সময় রাত সাড়ে আটটায় সংবর্ধনা স্থল আসেন প্রধানমন্ত্রী শেক হাসিনা। সিক্ত হন মানুষের ভালোবাসায়।

সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন হল ভর্তি অতিথিরা।

পরে প্রিয় নেত্রীর কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন, দেশটিতে থাকা বাংলাদেশি নাগরিকরা।

হতাশা করেননি প্রধানমন্ত্রীও। আশ্বাস দেন, প্রবাসীদের কল্যাণে ব্যবস্থা নেয়ার। বলেন, নিজেদের নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে তার সরকার।

শেখ হাসিনা বলেন, দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত হয়েই সাজা খাটছেন বিএনপি নেত্রী। জানান, আদালতের ওপর সরকারের প্রভাব থাকলে ১০ বছর আগেই শেষ হতো বেগম খালেদা জিয়ার মামলার কার্যক্রম।

যারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি করবে তাদেরকে শাস্তি পেতেই হবে, আবারো এমন হুশিয়ারি দেন প্রথানমন্ত্রী।

Last modified on 14-02-2018 12:50:16 PM

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save