রাখাইন রাজ্যে নির্যাতনের অভ্যন্তরীণ তদন্ত শুরু
রাখাইনে গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরুর দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী।
দেশটির সেনাপ্রধানের অফিস সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, লেফটেন্যান্ট জেনারেল অং উনের নেতৃত্বে এই তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্বিচারে ধর্ষণের অভিযোগ করেছে জাতিসংঘসহ মানবাধিকার কর্মীরা। মূলত রাখাইনে অভিযানকালে স্থানীয়দের সাথে সেনাবাহিনী কী ধরনের আচরণ করছে তা খতিয়ে দেখা হবে। এদিকে, মিয়ানমারে রোহিঙ্গাদের সংকটাপন্ন অবস্থা দেখে 'হতভম্ব' দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। নাম প্রকাশে অনিচ্ছুক সুচির এক উপদেষ্টার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে সু চি বদ্ধপরিকর।