ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমেরের পদত্যাগ দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হলেও ক্ষমতা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জাতির উদ্দেশে দেয়া ৫ মিনিটের ভাষণে তেমের দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। দুর্নীতির অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, এটি তার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণ করবে। বৃহস্পতিবারও রিও ডি জেনেরোতে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়।
এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ব্রাজিলের স্থানীয় পত্রিকায় বলা হয়, একটি দুর্নীতি মামলার সাক্ষী এদুয়ার্দো চুনহার মুখ বন্ধ করতে, শীর্ষ এক ব্যবসায়ীকে ঘুষ দেয়ার জন্য বলেছিলেন তেমের।