সিরিয়ার দুমা পরিদর্শনের অনুমতি পেলো আন্তর্জাতিক পরিদর্শক দল
অবশেষে সিরিয়ার দুমায় কথিত রাসায়নিক হামলার স্থান পরিদর্শনের অনুমতি পেলো আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের একটি দল। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়া। এদিকে, হোমসের বিমান ঘাঁটিতে ছোঁড়া একটি ক্ষেপনাস্ত্র প্রতিহতের দাবি করেছে, সিরীয় সরকার।
সার্বভৌমত্ব রক্ষায় প্রেসিডেন্ট আসাদকে সমর্থন জানিয়ে মিছিল হয়েছে, মস্কো ও দুমায়। সিরিয়ায় বিমান হামলা ইস্যুতে বিরোধীদের চাপের মুখে, হাউস অব কমন্সে ভোটাভুটির মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন জানিয়ে ভোট পড়ে তিনশো ১৪ টি। বিপক্ষে ভোট দেন ৩৬ এমপি। অবশ্য, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন অভিযানের প্রতিবাদে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে, যুক্তরাজ্য ও সাইপ্রাসে।