সিরিয়া ইস্যুতে পুতিনের পাল্টা হুমকি
ট্রাম্পের পর এবার সিরিয়া ইস্যুতে পাল্টা হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, সিরিয়ায় পশ্চিমারা ফের হামলা চালালে তা আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করবে। ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে টেলিফোনালাপের পর এই হুঁশিয়ারি দেন পুতিন। এতে দুই নেতাই একমত হন যে, হামলার মাধ্যমে সিরিয়া সংকট রাজনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে আবারও এ ধরনের হামলা চালানো হলে, তা আন্তর্জাতিক সম্পর্কে বিশৃঙ্খলা তৈরি করবে বলেও মনে করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত নিকি হ্যালি জানিয়েছেন, সিরিয়া সংকট সমাধান না হওয়া পর্যন্ত সেখানে সেনা থাকবে। রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান তিনি।